x:ভূমিকম্প

এই মাত্র বগুড়া সহ সমগ্র উত্তরবঙ্গ সহ ঢাকা, সিলেট, চট্রগ্রাম, মুন্সীগঞ্জে ভূমিকম্পন অনুভূতি হলো।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে স্মরণকালের ইতিহাসে এত জোড়ালো উচুঁমাত্রার ভূকম্পণ সাধারনত উত্তরাঞ্চলে হয়নি বলে আমার বিশ্বাস।
ভুমিকম্পের স্থায়ীত্ব কাল ছিল প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ড।

প্রচন্ড ক্ষয়-ক্ষতির আশন্কা থাকলেও এখনো কোন সংবাদ পাওয়া যায়নি।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।
সকলের কাছে দোয়াপ্রার্থী।
আমিন।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter