আলোকমণ্ডিত পৃথিবী থেকে দ্রুত অন্ধকার সরে যায়
জাগতিক বৃক্ষের বুক থেকে বিদায় নেয় রাত্রি. আমি সৃষ্টির
দর্পণে রাখি হাত; পরিবর্তনশীল বিশাল ব্রহ্মাণ্ড ছুঁয়ে দেখি শূন্য।
আলোকমণ্ডিত পৃথিবী থেকে দ্রুত অন্ধকার সরে যায়
জাগতিক বৃক্ষের বুক থেকে বিদায় নেয় রাত্রি. আমি সৃষ্টির
দর্পণে রাখি হাত; পরিবর্তনশীল বিশাল ব্রহ্মাণ্ড ছুঁয়ে দেখি শূন্য।