মানসান্ক

mano1

অনেকটা রাস্তা ক্লান্তিহীন পেরিয়ে এসে
অবশেষে অন্ধকারের উপত্যকায়
আমি আবিস্কার করি আমাদের নিজস্ব নিয়তি।

মুঠোবন্দী চাঁদের শীৎকার
শীতল উত্তাপে আমাকে নিয়ত দগ্ধ করে।

অচিহ্নিত অস্তিত্বের অনন্ত আশ্লেষে
আমার সত্ত্বায়, চেতনায়
বিমূঢ় বিষ্ময়ে আমি অনুভব করি
এক রুদ্ধগতি;
ঈগলের নাভিশ্বাস ডানা- ঝাপটানি।

জাগতিক ক্লেদ- গ্লানি
নির্মম নগ্ন করে বোধের প্রান্তরে।

গন্ধকের গন্ধভরা
এ কেমন জীবন আমাদের ?

mano01

ভাল হোক মন্দ হোক; আসুন আমরা রেটিং চর্চা করি।
এবং অন্যকে রেটিং করতে উৎসাহিত করি।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter