অনেকটা রাস্তা ক্লান্তিহীন পেরিয়ে এসে
অবশেষে অন্ধকারের উপত্যকায়
আমি আবিস্কার করি আমাদের নিজস্ব নিয়তি।
মুঠোবন্দী চাঁদের শীৎকার
শীতল উত্তাপে আমাকে নিয়ত দগ্ধ করে।
অচিহ্নিত অস্তিত্বের অনন্ত আশ্লেষে
আমার সত্ত্বায়, চেতনায়
বিমূঢ় বিষ্ময়ে আমি অনুভব করি
এক রুদ্ধগতি;
ঈগলের নাভিশ্বাস ডানা- ঝাপটানি।
জাগতিক ক্লেদ- গ্লানি
নির্মম নগ্ন করে বোধের প্রান্তরে।
গন্ধকের গন্ধভরা
এ কেমন জীবন আমাদের ?
ভাল হোক মন্দ হোক; আসুন আমরা রেটিং চর্চা করি।
এবং অন্যকে রেটিং করতে উৎসাহিত করি।