আমার আমিতে

amar1
ঘুমের মধ্যে কড়া নাড়ার শব্দ
কে আমাকে এমন করে ডাকে
গোটা পাড়া নিঃসাড়, নিস্তব্ধ
সম্পূর্ণিমা স্বপ্নে বিঁধে থাকে

জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা
মহার্ণবে অলৌকিক আল্পনা
কল্পনা নয় শিল্পের আশ্রিতা
অন্ধ বনে নিঃশর্ত মুর্চ্ছনা

শরীর জুড়ে রূপোলী বৈভবে
নিশুতি রাত বিমুগ্ধ, বিষ্মিত
নগ্নিকারা নিষিদ্ধ উৎসবে-
এই কথা নেই শাস্ত্রে উল্লিখিত

ছায়াপথের অশরীরী বৃষ্টি
গুচ্ছ গুচ্ছ ফোটায় সাদা গোলাপ
ইতিহাসের পরিবর্তে কৃষ্টি
মেলে ধরে নীল ময়ূরীর কলাপ

ঘুমের মধ্যে কড়া নাড়ার শব্দ
মৃতের দেহে ইস্রাফিলের শৌর্য
আধিদৈবিক কোজাগর আরদ্ধ
চন্দ্রাহত নগ্নিকা সৌন্দর্য।

amar ami1

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter