এসো হে বৈশাখ, এসো এসো।
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক এসো এসো …
ব্লগারস ফোরাম আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানের কিছু ছবি।
সজ্জিত মঞ্চ।
জাতীয় সঙ্গীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা।
আন্তরিক অভ্যর্থনা।
রবীন্দ্র সুরের দোলাচলে পরিচ্ছন্ন পরিবেশনা।
মন্ত্রমুগ্ধ দর্শক শ্রোতা।
শব্দতরী’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন।
দেশীয় আয়োজনে আপ্যায়ন। সঙ্গে পান সুপুরী।
বাউল গানে মাতোয়ারা দর্শক এবং ব্লগারবৃন্দ।
এসো হে বৈশাখ, এসো এসো … সুরে সুরে এ আহবান এ রয়ে গেলো প্রত্যাশা।
প্রাণে বাজে বৈশাখী মাদল। এসো হে বৈশাখ, এসো এসো …।