ফোরাম এর বৈশাখী উদযাপন থেকে

এসো হে বৈশাখ, এসো এসো।
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক এসো এসো …

ব্লগারস ফোরাম আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানের কিছু ছবি।

1
সজ্জিত মঞ্চ।

2
জাতীয় সঙ্গীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা।

4
আন্তরিক অভ্যর্থনা।

6
রবীন্দ্র সুরের দোলাচলে পরিচ্ছন্ন পরিবেশনা।

7
8
9
মন্ত্রমুগ্ধ দর্শক শ্রোতা।

10
শব্দতরী’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন।

11
12
13
14
দেশীয় আয়োজনে আপ্যায়ন। সঙ্গে পান সুপুরী।

15
16
17
19
20
23
25
27
28
DSC06796
DSC06780
DSC_0223
DSC_0296
DSC_0305
DSC_0406
বাউল গানে মাতোয়ারা দর্শক এবং ব্লগারবৃন্দ।

26
29
এসো হে বৈশাখ, এসো এসো … সুরে সুরে এ আহবান এ রয়ে গেলো প্রত্যাশা।
প্রাণে বাজে বৈশাখী মাদল। এসো হে বৈশাখ, এসো এসো …।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter