এই তো সেদিন
পিচ ঢালা রাস্তায় জলপাঁই কুড়ালাম
ছিপ ছিপ সন্ধ্যায় গুড়ি গুড়ি বরষায় ভিঁজে !
কেউ ছিল না পাশে অথবা অন্য কোথাও !
তবু কে জানি পিছু পিছু পায়ে পায়ে ফিরে আসে বারবার !
কিন্তু এমন তো হবার নয় !
পঁচিশ বছর আগে সে আবেগ মূছে গেছে অতীতের জলে !
আজ এ সময় এ বয়সে !
কে তুমি ?
জানি না বুঝি না
তবু সে ফিসফিস করে কথা বলে !
“জল ছুয়ো না !
আমার চোখের ভীড়ে অনন্তকাল রাত্রি ঘুমাবে কেঁদে !
খোলা জানালায় ধান মাখা ভিজে চুলে
সারারাত বিনুনির শব্দ গেঁথে …
চাল ধোয়া হাতে হাত রেখে অন্ধকারে বুকের ভিতর !”
বাতাসে নিদ্রা কুসুমের গন্ধ ভাসে
(সীমান্তের জোছনায় কখনো কখনো এলোমেলো পথ চলা হয়েছিল বুঝি)
অনুভূতির শূন্য সিঁথির ঘাটে নগ্ন নৈঃশব্দে স্বপ্ন বুনতে ইচ্ছে করে !
ঘর ফেরে না ঘরে,
পথ ভুলে ভুল পথে পথ হারিয়ে যায় ।
খড়ের চালে নেমে আসে সংশয়
তবু ভালবাসা জেগে থাকে
একা ! একা !!
শ্রদ্ধেয় লেখক শেলী রহমানকে বিণীত আমন্ত্রণ জানাই শব্দনীড় এ।