প্রেমটা কবিতা হয়েই বেঁচে থাক

বদ্ধ জানলা, আর চার দেয়ালের মাঝে
তুমিহীন আমার দিন হয়তো যেতই চলে
কিন্তু জান? ইচ্ছেরাও আর শাষন মানেনা,
যেদিন থেকে তুমি প্রেমিক হলে।
তোমার আগে কোনো পুরুষ আমাকে
এত ভেঙেচুরে ভালোবাসেনি,
আমার সমস্ত ভালোলাগার প্রতি এতটা যত্নবান হয়নি।
জানি তুমি চায়ের শ্রেষ্ঠ প্রেমিক
কিন্তু আমার প্রতি প্রেমটা তার চেয়ে বহুগুণ অধিক
এত ভালোলাগা ভালোবাসা, এত অনুভূতি, এত আবেগ, এত কল্পনা,
এত অপেক্ষা – সবকিছু নিয়ে দূরে থাকাটা ভীষণই কঠিন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখ
তুমিহীন আমার আর আমিহীন তোমার
কষ্টের হলেও বেশ কাটছে দিন।
দিনান্তে কিংবা ঘুমহীন চোখের অপেক্ষাদের শুধু
কল্পনাতেই যত অভিমান আর রাগ।
তাই আমার সমস্ত প্রেম কবিতা হয়ে
তোমার ওই ডায়েরির ভাজে বেচে থাক।

নাজমা হেপতুল্লা সম্পর্কে

সাধারণ মেয়ে। কবিতা ভালোবাসি। কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। কবিতা আবৃত্তি শুনতে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি। আর প্রিয় মানুষটাকে খুউব ভালোবাসি।

4 thoughts on “প্রেমটা কবিতা হয়েই বেঁচে থাক

  1. প্রেমটা কবিতা হয়েই বেঁচে থাক। নিশ্চয়ই কবি, এই প্রত্যাশাই রাখি। শুভেচ্ছা।  :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।