সোনার ছেলে

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
ধীরে ধীরে জায়গা হলো তার, কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিলো টুঙ্গিপাড়া গ্রামে।
তার আগমনে যেন মুক্তির বার্তা, এলো ধরাধামে।

অন্তরটি তাহার বিশাল বড়ো,অনেক দয়া মায়া,
সব মায়ের চোখে দেখতে পায় সে, নিজ মায়েরই ছায়া।

দেশের মানুষ মুক্তি চায় ,পায়না কোন দিশা।
একদিন তার নির্দেশনায় কাটলো অমানিশা।

বজ্র কণ্ঠের যাদুতে তার হ্যামিলনের বাঁশি,
তার স্পর্শে দুঃখী বাঙালির, ফুটলো মুখে হাসি।

ছেলে তো নয় হিরের টুকরো দেশবাসী তা জানে।
তাকে সবাই বঙ্গবন্ধু ডাকে, জাতির পিতা মানে ।

হাজার শতাব্দী চিরঅমর রবে তার মৃত্যুহীন প্রাণ,
সে যে আমাদের প্রাণাধিক প্রিয় শেখ মুজিবুর রহমান।

6 thoughts on “সোনার ছেলে

  1. হাজার শতাব্দী চিরঅমর রবে তার মৃত্যুহীন প্রাণ,
    সে যে আমাদের প্রাণাধিক প্রিয় শেখ মুজিবুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ভালো থাকুন,সুস্থ থাকুন ভাইয়া।
      আপনজন নিয়ে সাবধানে থাকুন।
      দোয়া রইলো।

    1. আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।
      পাশে থাকার জন্য কৃতজ্ঞতা সহ শুভকামনা জানবেন ভাইয়া

মন্তব্য প্রধান বন্ধ আছে।