হরণ

তোমার কথা ভাবলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার
নাফ নদীর উৎস মুখ খুলে যায় যখন আসে জোয়ার
যে প্রেমিক পুরুষ ছুঁড়ে কুমারী নারীকে কর্ণফুলীতে
তাদের মতন আমি হারসমেত দেই গলা খুলে
প্রস্তত হে মরন ” ফেলো অগ্নিকুন্ডে
দুয়ারে দাঁড়ায়ে প্রেম
খুলে ফেলে বসন
কিছু নাই আর
দেখো অস্থিসুদ্ধ হয়েছি হরণ –

15 thoughts on “হরণ

  1. তিন পর্বের মাঝে বিরতি এঁকেছেন কবিতা উপহারে। শুভেচ্ছা শুভ সন্ধ্যা আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আপু । আমি ভালোই আছি । তুমিও আশা করি ভালো আছো । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifফুলেল শুভেচ্ছা তোমার জন্যে । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।