তোমার কথা ভাবলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার
নাফ নদীর উৎস মুখ খুলে যায় যখন আসে জোয়ার
যে প্রেমিক পুরুষ ছুঁড়ে কুমারী নারীকে কর্ণফুলীতে
তাদের মতন আমি হারসমেত দেই গলা খুলে
প্রস্তত হে মরন ” ফেলো অগ্নিকুন্ডে
দুয়ারে দাঁড়ায়ে প্রেম
খুলে ফেলে বসন
কিছু নাই আর
দেখো অস্থিসুদ্ধ হয়েছি হরণ –
15 thoughts on “হরণ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তিন পর্বের মাঝে বিরতি এঁকেছেন কবিতা উপহারে। শুভেচ্ছা শুভ সন্ধ্যা আপা।
বোর করলাম না আর কি !! হা হা
শুভেচ্ছা জানবেন মুরুব্বী ।
সেটাই ভালো। শুভ দিন আপা।
শেষ চারটি লাইন মনে রেখে রাখার মতো হয়েছে দিদি ভাই। কেমন আছেন ?
ধন্যবাদ আপু । আমি ভালোই আছি । তুমিও আশা করি ভালো আছো ।
ফুলেল শুভেচ্ছা তোমার জন্যে ।
হৃদয়ছোঁয়া রোম্যান্টিকতা।
ধন্যবাদ সৌমিত্র ।
শুভেচ্ছা আপনাকে ।
চরম
ধন্যবাদ রোমেল । ভালো থাকবেন।
বহুত আচ্ছা আপা।

ধন্যবাদ খালিদ ভাই । শুভেচ্ছা জানবেন ।
বেশ দারুণ লেখা,,,
ধন্যবাদ । ভালো থাকবেন।
অনবদ্য লেখা
ধন্যবাদ দাদা । শুভেচ্ছা জানবেন।