এভাবে মুখোমুখি না হলে কি হয় ?
কাঞ্জনজঙ্ঘা কি হেলে দুলে বিকেল পার করে ঘরামি আসবে বলে ?
তুমি কি চাইতে পুদিনা পাতার শরাব ?
অথবা ঘোর কেটে গেলে জান্নাতের হুরী গেলবান থেকে মুখ তুলে বলতে –
‘এতো ঘোর কেন আজ বিকেলে’ ?
এক চিলতে বারান্দায় পাশাপাশি বসে কি ছিলো সব অশরীরী কথা –
মধ্যখানে আমাদের আকাশ নেমে দু ভাগ হয়ে গেছে –
লেবুপাতা মাথায় ঢুকে গেছে ব্যাধির মতন – শুধুই ঝি ঝি অন্ধকার –
লেবুপাতা মাথায় ঢুকে গেছে ব্যাধির মতন – শুধুই ঝি ঝি অন্ধকার।
ধন্যবাদ মুরুব্বী । আর আর্কাইভের লেখাগুলো কিভাবে পেতে পারি জানাবেন । হতে পারে একটা মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল আকারে আমাকে ইমেইলে পাঠালে হয় ।
ভালো থাকবেন ।
খুউব সুন্দর দিদি ভাই।
ধন্যবাদ রিয়া । তুমি যখন খুব সুন্দর বলেছ তাহলে ব্যপার ।
ভালোবাসা জেনো ।
দারুণ নাজমুন আপা।

ধন্যবাদ সৌমিত্র । ভালো থাকবেন ।
কবিতার শুরুতে কিছু মুগ্ধতায়পূর্ণ প্রশ্ন। শেষে কিছু বিষন্ন শব্দঃ একটা "বিভক্ত আকাশ" এবং "ঝি ঝি অন্ধকার" ! এই শেষটাই যেন পুরোটাকে আলোকিত করেছে।
মন দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্যে ।
এক চিলতে বারান্দায় পাশাপাশি বসে কি ছিলো সব অশরীরী কথা –
মধ্যখানে আমাদের আকাশ নেমে দু ভাগ হয়ে গেছে –
* অপূর্ব এক চিত্রকল্প…
ধন্যবাদ ।
ভাল থাকবেন সবসময় ।
হাসির পরে কান্না আর সুখের পরে দুখ। আলোর পেছনেই অন্ধকার, শুধুই অন্ধকার । ভালো লাগার রকটা কবিতা পড়লাম শ্রদ্ধেয় দিদি।
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্যে ।
ভালো থাকবেন সবসময় । 
আপা, আমিও কিন্তু সাথে সাথে আছি। আজকাল আবার আমার শাহানশাহও সাথে থাকে।
অবশ্যই খালিদ ভাই। আর উপরি শাহানশাহ বাদশাহ বাহাদুর থাকলে থাকলে আর কে লাগে !!

