ডাহুক

নাভির কাছে ডাহুক এলে শিল্প খোদাই করে দেখি
কতটা নিকোটিন লুকিয়ে থাকে ।
ছাই হবে , ভস্ম হবে দোল যাত্রার কালে –
চকমকি পাথরের বুকের ভেতরের আগুন জ্বলে উঠলে
আমি চুমু খেয়ে দেখে নেবো কতটা আগুন তাতে –
কতটা জল হলে ,কন্ঠার হাড় ঠেলে জানাবে না দুঃখ ভালোবাসা ।
হে আমার প্রদীপ ঘুমাও তুমি
আন্ধার হোক রজনী –
সন্ধ্যামালতি ফুটুক ।
আমার বুকের ভেতর অমরাবতী গান গাক –
আমার ভুলে ভুলে কামিনীর রঙ বদলাক –
জানবো না জানতে চাই না কোনদিনও –
কতবার ভুল করলে সন্ধ্যার লেক বিষন্ন হয়
পাহাড়ের গায়ে হেলান দিয়ে ছায়া মাপে পাহাড়ের –

18 thoughts on “ডাহুক

  1. কবিতা পাঠে মুগ্ধ হলাম। কাব্যিকতা ও বিষয়বস্তু ভালো।
    সুন্দর লেখনী। প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই
    সাথে থাকুন, পাশে রাখুন আরও কবিতা লিখুন।
    জয়গুরু!জয়গুরু!জয়গুরু!1

    1. ধন্যবাদ কবি লক্ষন ভান্ডারী । আপনার মন্তব্যে আপ্লুত হলাম । শুভকামনা জানাই আপনাকে । 

  2. কতটা জল হলে, কন্ঠার হাড় ঠেলে জানাবে না দুঃখ ভালোবাসা।
    হে আমার প্রদীপ ঘুমাও তুমি
    আন্ধার হোক রজনী –
    সন্ধ্যামালতি ফুটুক।

    সুন্দর কবিতা বোন নাজমুন নাহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। 

      ভালো থাকবেন। শুভকামনা জানালাম । 

  3. কবিতাটা পড়তে পড়তে অপার মুগ্ধতা নিয়ে এই লাইনটায় থামলাম,

    “কতবার ভুল করলে সন্ধ্যার লেক বিষন্ন হয়

    এবং কয়েকবার পড়লাম, কয়েকবার ভাবলাম!

  4. আমার বুকের ভেতর অমরাবতী গান গাক –
    আমার ভুলে ভুলে কামিনীর রঙ বদলাক –
    জানবো না জানতে চাই না কোনদিনও –

     

    * আসাধারণ কবি ভাবনা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।