মাজনুন

তোমার জন্য কদম রসুল পাড়ের মাজারে কিছু মোম আর তিতা ইলিশ মানত করেছি -যদিও বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া আমার হার্টের ভেতর তিনটা ছিদ্র জ্বল জ্বল করে – সমুদ্রের নুন জলে এক দল ফেরিওয়ালা বিক্রি করে রেকাবী ইঁদুরের তিন কৌণিক মুন্ড –

লোটাসের কোনায় তিন কুসুমি বলে আজকের আবহাওয়ার গুরুত্ব –
আমি তুমি বলি আমাদের মাঝে চিরতার ডাল থাকে
সেই ডালের গায়ে লৌকিক বিষফল জন্মাতেও পারে —

দুপুরের সূর্যটা বেশী নেমে গেছে –
পিচ কালো করে ঘেমেছে রডের বাঁকা ছাদ —
আমার হৃদপিন্ড থেকে গল গল করে ঘামে তেতো বিষ –
বড় বেশী মাজনুন তুমি –
বড় বেশী আনচান মন –
অকালে মরবো আমি –

7 thoughts on “মাজনুন

  1. অসাধারণ এবং অনন্য মানের কবিতা। কিন্তু এমন লিখায় কেমন মন্তব্য করা উচিত সেটাই মাথায় আসছে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif শুধু বলে যাই ধন্যবাদ আর শুভেচ্ছা নিবেন আপা।

  2. কী অসাধারণ করেই না লিখেছি কবি দিদি ভাই। মুগ্ধতা। ছবিটাও দারুণ মানিয়েছে। 

    1. ধন্যবাদ রিয়া । এতো ভালো বললে যে লজ্জাই পাচ্ছি । তোমার জন্য ভালোবাসা । ভালো থেকো । 

  3. সুন্দরতম উপস্থাপনা। কাব্য ভাবনা অসাধারণ।
    ভালো লিখেছেন। আন্তরিক অভিনন্দন জানাই।
    প্রিয়কবিকে জানাই ফাগুন শুভেচ্ছা।

    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।