“বাংলার ভাষা বাংলার গান” কবিতাটি জাতীয় চেতনার কবিতা। বাঙালির আশা, বাঙালির ভাষা, বাংলা মাতৃভাষার উপর কবিতাটিতে আলোকপাত করা হয়েছে। জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে কবি কবিতাটির উপস্থাপনা করেছেন।
আসুন, আমরা বাংলা মাতৃ-ভাষার তরে যাঁরা প্রাণ বলিদান দিয়ে গেছেন, তাঁদের আজ আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি। তাঁদের প্রতি জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিই।
সদর্পে বলি বাংলা আমার ভাষা, বাংলা আমার গর্ব আমার আশার আলো, আমার মুক্তির দিশারী।
বাংলার মাটি আমার সুখের স্বর্গধাম, বাংলা আমার হৃদয়ের গান, বাংলা আমার প্রাণ,
আমার প্রাণের দোতারা। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
বাংলার ভাষা বাংলার গান
লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলার ভাষা বাংলার গান
শুনে জুড়ায় মন প্রাণ,
বাংলার গাছে কোকিল গাহে
মধুর সুরে কুহু-তান।
বাংলার পথে বাংলার বাউল
সুর বাঁধে একতারায়,
ভাটিয়ালি গেয়ে বাংলার মাঝি
নদীর জলে বৈঠা বায়।
গাছে নাচে দোয়েল ও ফিঙে
দেখে জুড়ায় নয়ন মন।
পথের দুধারে সবুজ গাছ
তাল সুপারি খেজুর বন।
বাংলার মাটি বাংলার জলে
বাংলার চাষী করে চাষ,
বাংলায় ফলে সোনার ফসল
সুখে কাটায় বারো মাস।
বাংলার মাটি সুখের স্বর্গধাম
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণের স্পন্দন
চিত্তে জাগায় নব আশা।
বাংলার সুখে সুখী মোরা সবে
দুঃখে কাঁদে মোদের বুক,
বাংলা ভাষায় কথা বলি মোরা
বাংলার মাটিতে স্বর্গসুখ।
সদর্পে বলি বাংলা আমার ভাষা, বাংলা আমার গর্ব আমার আশার আলো,
আমার মুক্তির দিশারী। আলবৎ।
আপনার হৃদয়স্পর্শী সুমন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন, নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
বাংলা মা মাটি আর মানুষের কথা দারুণ চিত্রিত হয়েছে আপনার লেখায় প্রিয় কবি দা।
প্রিয়কবির হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত।
সাথে থাকুন, পাশে রাখুন, নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
বাংলা নিয়ে আমি গর্ব করি। বাংলা আমার ভাষা। বাংলা আমার প্রাণের ভাষা।
বাংলা মায়ের বাংলা ভাষা
মাতৃভাষা আমার,
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
আপনার হৃদয়ছোঁয়া সু মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভেচ্ছা নিরন্তর। জয়গুরু!
শ্রদ্ধা জানাই তাঁদের, যাঁদের রক্তের বিনিময়ে আজ বাংলা আমার মাতৃভাষা। শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা।
সাথে লেখককেও অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা ।
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
বাংলা আমার মায়ের ভাষা
সুন্দর চমত্কার।
আপনার হৃদয়ছোঁয়া সু মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভেচ্ছা নিরন্তর। জয়গুরু!