হৃদয়ের রুদ্ধদ্বারে

একযুগ পরে, কে তুমি?
রুদ্ধদ্বারে কষাঘাত কর।
পাষাণে প্রাণ সঞ্চারণের
মিছে পণ কর।

পথিক, ফিরে যাও তুমি
এ পথ তোমার নয়।
মুক্তির পর বন্ধন জুড়ি বার
কার সাধ হয়?

যা হয়নি কভু বলা
আজও না বলাই থাক।
মিথ্যার বেড়াজালে
সত্য নিপাত যাক।

যা দেখনি সেদিন মোর হাসিতে
আজ যদি দেখ তা আঁখিতে।
চলে যেও ফিরতি পথে
সব জলাঞ্জলি দিয়ে ভাগ্যের বেদীতে।

হৃদয়ের দ্বার যদি যায় টুটে
বাঁচিবার শখ যদি জেগে উঠে।
কি বন্ধনে রাখিবো মোর বাটে?
তোমাকে বিকিয়েছি যে মুক্তিদানের হাটে।

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

14 thoughts on “হৃদয়ের রুদ্ধদ্বারে

  1. যা হয়নি কভু বলা আজও না বলাই থাক।
    মিথ্যার বেড়াজালে সত্য নিপাত যাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর কবিতা উপহার। অভিনন্দন কবি নাদেরা ফারনাছ আপা। স্বাগতম। :)

  3. কবিতায় তেমন জ্ঞান নেই আমার। যা সামনে পাই নির্দ্ধিধায় পড়ে নেই। ভালো শুরুবাদ। শব্দনীড়ে আপনার পদচারণা শুভ হোক। মন্তব্য-প্রতিমন্তব্যে ব্লগিং হোক আনন্দের। :)

  4. বেশ কয়দিন থেকে নতুন বন্ধুদের তালিকায় আপনার নাম দেখছিলাম। অপেক্ষা করতাম কখন আপনার লেখা ভেসে উঠবে। আজ অপক্ষো পূরণ হলো। অভিনন্দন আপা। :)

  5. অসামান্য কবিতা। ভালো লাগলো কবি। শুভেচ্ছা সহ স্বাগতম জানাই আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. অনেক সুন্দর দিদি ভাই। আমাদের সঙ্গেই শব্দনীড়ে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. পথিক, ফিরে যাও তুমি
    এ পথ তোমার নয়।
    মুক্তির পর বন্ধন জুড়ি বার
    কার সাধ হয়?

    কবিতাটি মোটেও কাঁচা হাতের নয়। বেশ শক্তিশালী মনন এবং প্রজ্ঞাময়।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।