স্ফিংস নীরবে ধ্বংস হোক তোমার ঐ সিংহমুখ
পা গুলো ভেংগে যাক
তুমি ধীরে ধীরে মধুমক্ষিক বনে যাও
চোখ তোমার অন্ধ হোক
প্রেমিকারা তোমার অন্ধত্ব দেখে করুনা করুক –
আমি ইত্যবসরে তোমাকে আগলে রেখে
তোমার বাহু আর বুকে তোয়াফ করবো –
আগেই ভিখিরি হয়েছি
ছিন্ন হতে হতে নগ্ন হয়েছে আমার সমস্ত শরীর
সুতো ছাল বাকল সহ আছড়ে পড়ছে সুতিকাগার ।
তীব্র কষাঘাতে ক্লান্ত পথিক
তুমি ভিখিরি হয়ে আসো
আমরা দুজন একসাথে অন্ধ ভিখিরি হয়ে
ভিক্ষা করবো গাঁয়ের পথে পথে – –
কতটুকু মনে কষ্ট জমাট হলে এমনটা কামনা করা যায়? কবির মনের কষ্ট দূর হোক। অপরাধী বোঝতে পারুক!
সালাম নিন নাজু আপা
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম,
একটি অনন্য বোধের পক্ষে সুলিখিত কবিতা …খুব ভালো লাগলো …
খুবই সুন্দর।
শুভেচ্ছা জানবেন আপা। সালাম।