শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
প্রথম পর্ব শীতের কবিতা-২
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
কনকনে শীত তাই লেপমুড়ি দিয়ে,
বিছানায় আছি শুয়ে মুখে ঢাকা নিয়ে।
বাইরে বাদল ঝরে ঝর ঝর ঝর,
কনকনে শীতে কাঁপি থর থর থর।
ছাতা নিয়ে নিধিরাম চলে কাদাপথে,
ভিজে ভিজে হাবুচাষী আসে মাঠ হতে।
বাতায়ন খুলে দেখি বৃষ্টি গেছে থেমে,
হনুমান গাছ হতে নীচে আসে নেমে।
উঠোনের পাঁচিলেতে ভেজা কাক দুটি,
ঠাণ্ডা হাওয়ায় কাঁপে শীতে গুটিশুটি।
বাড়ির বেড়ার পাশে দেখি রাঙীগাই,
হাম্বা হাম্বা ডাক ছাড়ে বাছুরীটি নাই।
কনকনে শীত তাই ঠাণ্ডা বায়ু বয়,
শীতের সকাল আজি সাঁঝ মনে হয়।
সত্যি খুবই শীত পড়েছে। এবার মনে গতবারের চেয়ে একটু বেশি শীত পড়বে। বোঝা যায় কবির কবিতায়।
শীতের কবিতায় বৃষ্টির আবির্ভাব?
শীতের আনন্দও হোক আমাদের।