দ্বৈপ

আহা এই করোনীয় যুগে
তুমি এতো নিশ্চুপ পাতার মতো হয়ে গেলে
ফুলে ফুলে রয়ে গেছে পাখিরা
বন্দে মাতরম বলেছিলো স্বদেশীরা
তারাও প্রয়াত
শুধু তুমি আমি কেমন নির্জন ঘেরাটোপে বন্দী –

বাতাসে ভেসে এসেছে দুঃখ
পাতার সাথে পাতার ফিসফিস
আর আমি তুমি দুদিকে বসে
মটরশুটির বীজ বুনেছি
তাহাদের বুকের কাছে অবদমন নিয়ে বলছি
আমাদের দেশ নেই
আহা আমাদের দুঃখও নেই –

আমরা এভাবেই থাকি
এভাবেই বাঁচি
শুধু আমাদের মধ্যখানে
এতগুলা মহাদেশ পিতার মতো শুয়ে থাকে —
Comments

6 thoughts on “দ্বৈপ

  1. এই করোনীয় যুগে আমরা সবাই যেন নিশ্চুপ পাতার মতো হয়ে গেলাম। :(

    1. সেই । এই করোনীয় যুগে -স্টে এট হোম । ঘরে থাকুন , সুস্থ্য থাকুন । 

      ভালো থাকুন মুরুব্বী ।

  2. ভালো থাকুন কবি বোন নাজমুন নাহার। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।