মান অভিমানঃ কোয়ারেন্টাইনের দিনগুলিতে

বসন্ত এসে গেছে,
প্রকৃতি ভরে গেছে ফুলে।
তুমি আমি দূরে সরে গেছি,
দুজনের কিছুটা ভুলে।

আমি না হয় না বুঝে,
দিয়েছি তোমায় আঘাত।
তুমি কেন প্রতিশোধ নিতে,
দিলে পাল্টা আঘাত।

হয়তো কোনদিন দেখা হবে না
হবে না কোন কথা।
কোয়ারেন্টাইনের দিনগুলিতে
জানাই এ বারতা।

প্রিয় তুমি ভালো থেকো,
থেকো অতি সাবধানে।
চিরদিন তুমি রবে মোর,
মনের মধ্যিখানে।

6 thoughts on “মান অভিমানঃ কোয়ারেন্টাইনের দিনগুলিতে

  1. প্রিয় তুমি ভালো থেকো,
    থেকো অতি সাবধানে।

    কোয়ারেন্টাইনের দিনগুলিতে
    জানাই এ বারতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রিয় মুরুব্বী ভালো থাকুন। সুস্থ থাকুন।
      সতর্ক থাকুন আপনজন নিয়ে।
      মন থেকে দোয়া রইলো।
      শুভকামনা।

    1. পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
      শুভকামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।