দুই ফোঁটা নুন

কালরাতে
মেঘমল্লার বেজে বেজে উঠেছিলো
অঝোর কেঁদেছিলো আকাশ;
চাতকেরা বৃষ্টি ছোঁয়নি
বৈরাগ্য–ছুঁয়ে ফেলেছিল তাদের।

সেই অবিরল ধারার ভেতরে অনায়াসে ঠেলে দিয়ে
হাসতে হাসতে বললে–
‘তোমাকে ঘিরে আছে আজন্ম খরা
একমাত্র জলের ভেতরেই সুন্দর তুমি’।

তুমি ভিজো নি।শুধু
তোমার দু’চোখে দুই ফোঁটা নুন জমেছিলো।

5 thoughts on “দুই ফোঁটা নুন

  1. অসাধারণ আপনার কবিতার ধরণ এবং শব্দের বিন্যাস।
    অভিনন্দন আপা। সালাম জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তুমি ভিজো নি।শুধু
    তোমার দু’চোখে দুই ফোঁটা নুন জমেছিলো। – অসাধারণ অনুভব!!
    অনেক ভালো লাগা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ‘তোমাকে ঘিরে আছে আজন্ম খরা
    একমাত্র জলের ভেতরেই সুন্দর তুমি`।
    শুভেচ্ছা নিন কবি।

  4. আপনার কবিতা আগেও পড়েছি, খুঁজে খুঁজে পড়েছি। ভাল লাগা থেকেই এই খোঁজা।
    তোমাকে ঘিরে আছে আজন্ম খরা
    একমাত্র জলের ভেতরেই সুন্দর তুমি’।

    এক কথায় অসাধারণ! শুভেচ্ছা প্রিয়কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।