করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।
কষ্ট পাই
বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।
হারতে চাইনা।বারবার হেরে যাই।
নিজের প্রলম্বিত ছায়াটুকু ক্রমাগত নিজেকে অতিক্রম করে যায়।
কষ্ট পাই।
বিস্মরণের আজন্ম-স্বভাবে ঠিকানা-বিভ্রাট;
এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই
সে এক ঐন্দ্রজালিক বাড়ী
গোলকধাঁধা…………………..
করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।
লাইনদ্বয় পুরোন একটি কবিতা। সালাম এবং শুভেচ্ছা জানবেন আপা। শুভ বিকেল।
“আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই
সে এক ঐন্দ্রজালিক বাড়ী”
শুভেচ্ছা রইলো কবি।
কষ্ট পাই
বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।’
আপনার সুরে মুগ্ধতা নিয়ে বলি-
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।’
ভাবতে পারি না এবং জানি না কি করে!
মুগ্ধতা র’লো কবি। আসসালামু আলায়কুম।