সেই আমিইতো আছি

প্রবল ঘুর্ণাবর্তে
সবুজ পাতারা উড়ছিল
উড়ছিল ঘাস
উড়ছিল খড়কুটো
সুদূর অতীত থেকে————
সবুজ ঘাসগুলো ধুসর খড়কুটোগুলো
জড়ো হচ্ছিল চারপাশে স্তুপ থেকে স্তুপাকারে।

পৃথিবীটা ঠিক তেমনি তো আছে আজো
রোগাক্রান্ত মানুষের বিষাক্ত নিঃশ্বাস
আজো বুকে টেনে নেয় সবুজ পাতারা।
সেই আনন্দে উল্লসিত হওয়া আছে
প্রতীক্ষার ব্যাকুলতা আছে
ক্ষণে ক্ষণে যন্ত্রনাক্ত হওয়া আছে।

সব ঠিক তেমনিতো আছে।

সময় কি মুছে দেয় সবকিছু?
প্রখর অ স্তিত্ব কি মুছে ফেলা যায়?
কিছুই কাড়েনা কাল
কিছু মাত্রা যোগ করে যায় শুধু।

এই আমিইতো ছিলাম এখানে
এখানেই থাকি
এখানেই থাকব–আমূল অস্তিত্বে।

2 thoughts on “সেই আমিইতো আছি

  1. সেই আমিইতো আছি।
    শিরোনামেই স্বস্তি আর আশ্বাস আছে। ভালো লাগলো লিখাটি। শুভেচ্ছা নিন আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।