পৃথিবীর মুক্ত আকাশ পানে চেয়ে আছি,
কোন একটি পথ আমাকে অতিক্রম করতেই হবে।
যে পথ বেয়ে পৌঁছে যেতে পারব
আমার আপনার অস্তিত্বের দিকে।
পৃথিবীর সুসুপ্ত সেই পথ ধরে
মুক্ত সেই আকাশ পানে তাকিয়ে
বলতে পারবো, এইতো সেই কাঙ্খিত স্থান
যেখানে আমার আপনার জগৎ
উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়ে
সাজিয়ে দিয়েছে নতুন একটি বার্তা
আমি সেই বার্তার দীপজ্যোতি নিয়ে
পাড়ি দিতে চাই অনন্তকাল।
2 thoughts on “পাড়ি দিতে চাই অনন্তকাল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এইতো সেই কাঙ্খিত স্থান; যেখানে আমার আপনার জগৎ
উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়ে সাজিয়ে দিয়েছে নতুন একটি বার্তা
আমি সেই বার্তার দীপজ্যোতি নিয়ে পাড়ি দিতে চাই অনন্তকাল।
অনেক অনেক ভালো লাগা রইল