দুইফোঁটা নুন
কালরাতে
মেঘমল্লার বেজে বেজে উঠেছিলো
অঝোর কেঁদেছিলো আকাশ;
চাতকেরা বৃষ্টি ছোঁয়নি
বৈরাগ্য–ছুঁয়ে ফেলেছিল তাদের।
সেই অবিরল ধারার ভেতরে অনায়াসে ঠেলে দিয়ে
হাসতে হাসতে বললে–
‘তোমাকে ঘিরে আছে আজন্ম খরা
একমাত্র জলের ভেতরেই সুন্দর তুমি’।
তুমি ভিজো নি। শুধু
তোমার দু’চোখে দুই ফোঁটা নুন জমেছিলো।
অসাধারণ এবং হৃদয় ছোঁয়া … ভালো লাগার মতো লিখা।
কবিতাটা পড়লাম আর কোথাও যেন মেঘের ভারে আকাশ ভেঙ্গে পড়ার আওয়াজ পেলাম!
দারুণ চিত্রকল্প! মন ছুঁয়ে গেলো।
এটা ভাবের কাব্য, অন্তরে সুর তোলার কাব্য! এমন পরিপক্ক গাঁথুনি, এমন মিষ্টি দুঃখবোধ- বিস্ময়কর সুন্দর!
কেমন জানি কাব্য-বিষাদে মন ভরে গেলো!
হৃদয় ছোঁয়া লেখা,,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
সুন্দর
মনছোঁয়া কবিতা। ধন্যবাদ।
অনেকদিন পর আপনার লিখা পড়লাম।
শুভেচ্ছা নিন আপা। অনেক দিন পর।
কিছুকাল পর আপনার লেখা !!!
অসাধারণ কবি দি।