একবার কড়া নাড়লেই

একবার কড়া নাড়লেই

আছি
এক মায়াবী স্বপ্নের কোলাহলে।

একবার কড়া নাড়লেই
আবার খুলবে দরোজা
বেজে যাবে সুর;
ধ্রুপদী গানগুলো মনে পড়ে যাবে।

সেই বিকেল
সেই গুনগুন
রবীন্দ্রনাথ।

দৃশ্যের ভেতরে ঢুকে পড়বে
গলির সমস্ত হৈ চৈ সহ দুষ্টু বালক- বালিকা,
কর্কশ কাকগুলো ডেকে ডেকে উড়ে যাবে,
দানা খুটে খেতে ঘাসে নামবে শালিখের পাল,
দেওয়ালে জিমন্যাস্টের মতো হাঁটবে
পাশের বাড়ির বেড়ালটা,
আচমকা ভেসে আসা বেলির সুবাস,
হর্ণ বাজানো গাড়ি,
ব্যালকনির রকিং চেয়ার।

তুমুল আলাপচারিতা।

সব।

অবিকল।

একবার কড়া নাড়লেই
আবার ছলকে ওঠবে চাঁদনি।

————–

1 thought on “একবার কড়া নাড়লেই

  1. অনন্য এবং অনবদ্য স্বকীয় চেতনার লিখায় আপনার জুড়ি আপনি স্বয়ং আপা।
    অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান জানবেন আপা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।