কমই ভাবি তাদের মতো

কমই ভাবি তাদের মতো

ক্ষুদ্র এই প্রাণী পিপীলিকা
চলে সারি বেঁধে, কখনো বা একা একা;
খুঁজে বেড়ায় গরম কালে
খাদ্য কণা; ঘরে আনে তা মাথায় তুলে।

একদম অদৃশ্য, শীত এলে
ঘুমায় কুটিরে, গুদাম বোঝাই বলে।
নিরন্তর দেখি চলাফেরা
আর ভাবি, কতই না সচেতন এরা;

ক্ষুদ্রাতিক্ষুদ্র এ পিপীলিকা
বুঝে,না থাকলে সঞ্চয়, যায় না টিকা।
দেখেছি খুঁড়ে মাটির ডেরা
কত ধ্যান ধারনায় গড়া, স্বপ্নে ঘেরা;

মাটির রং, তাদেরও প্রিয়
কত যে কুঠরি, এক তল,দ্বিতলও।
কমই ভাবি তাদের মতো
সঞ্চয় অভ্যাস মানুষেও নেই ততো।

পুরনো কবিতা
(স্কুল জীবনে)

1 thought on “কমই ভাবি তাদের মতো

  1. একদিন যাপিত এই সংসার জীবনের পাশাপাশি লিখিয়ে হবেন
    এই ভবিষ্যৎবাণীই যেন অপেক্ষা করছিলো আপনার জন্য মি. সাইদুর রহমান।

    কখনও কখনও ভোরের আলো দেখে বোঝা যায় … দিন কেমন যাবে। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।