সময়মতো যাওয়া হয়না
–কত বড় হতে চাও?
–আমার হাতগুলো এমন দীর্ঘ হবে -কীনব্রীজের রেলিংয়েরফাঁকে বাড়িয়ে দিয়ে
ঘুরিয়ে দেবো আলী আমজদের ঘড়ির কাঁটাগুলো।
–পারবেনা। মানুষ এত বড় হয়না। শরীর-কাঠামোর নির্দিষ্ট সীমা আছে।
অতএবঃ
স্বপ্নের দুরন্ত-ঘোড়াটির টগবগ টগবগ গতি রুদ্ধ হয়।
আকাঙ্ক্ষার পালকগুলো একে একে এভাবেই খসে পড়ে–
এভাবেই শুরু—
ইচ্ছে-পথের মোড়ে মোড়ে রোড-ব্লক;
দ্বিধা-দ্বন্ধ-উদাসীনতার দরোজার কড়া নাড়তে নাড়তে
হাতটাই নিঃসাড়———সহজে কপাট খোলেনা।
এতোটা সরল নয় লক্ষণ-রেখার গন্ডী পার হওয়া।
কেবল পথিক জানে পায়ের নীচে ফোসকার দাগগুলো কতোটা গভীর।
যাই।
বড়ো দেরী করে যাই
কোথাও যাওয়া হয়না–ঠিকঠাক সময় মতন।
অদ্ভুত অসাধারণ প্রচ্ছদ আর কবিতার উপকরণ। কিছু বাদ যায় নি দিদি ভাই। নমষ্কার।
"আকাঙ্ক্ষার পালকগুলো একে একে এভাবেই খসে পড়ে–
এভাবেই শুরু—
ইচ্ছে-পথের মোড়ে মোড়ে রোড-ব্লক।" ___ চমৎকার লিখেছেন আপা।
কবিতাটি দারুণ হয়েছে।
তার আগে কিছুক্ষণ চোখ আটকে রইলো প্রচ্ছদটির দিকে। অসাধারণ নির্বাচন!!!
