আনন্দ-বল্কল

মানানো, বা না-মানানো দায়
ভালবাসা নিতে যাবে কেন ?
সেই অভ্যাসে বুঝি চেয়েও দেখোনা
রাত্রি জেগে রয়েছি এখনো।

ক্যাওটের জাল ছিঁড়ে ফালা হলে
বোষ্টমের কিই – বা এলো গেলো ?
অভিমুখী প্রেম তো এমনই
একতরফাই বুক যে টাটালো !

ছবি – টবি যা- ই কেন দাও,
নেই কোন ঘন মনোযোগ ,
একা হাতে কিভাবে যে নিই
য-তো মেরামতি – উদ্যোগ !

এক তরফাই নয় গেলামই বা পুড়ে আর জ্ব লে,
স্মৃতিগুলো তাজা রাখবোই আনন্দ- ঘন- বল্কলে।

_____________
রত্না রশীদ
২৫/১০/২০১৬

6 thoughts on “আনন্দ-বল্কল

  1. ভিন্ন ভিন্ন স্বাদের লিখা উপস্থাপনায় আপনার জুড়ি খুব কম পাওয়া যাবে। সুন্দর লিখা। তবে শিরোনাম কঠিন প্রিয় বন্ধু। :)

    1. অনেক ধন্যবাদ জানাই।

      বস্তুত, জীবনের টানাপোড়েনেই প্রকৃত আনন্দ একটা মোড়ে এসে খুলে নেওয়া গাছের ছালের মতোই কেবলই বহিরাবরনের কাজটুকু করতে পারে। প্রেম তাকেও দুর্মূল্য রত্নের মান্যতা দিতে দ্বিধা করেনা।

      ধৈর্য্য নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা জানাই ।

  2. মানানো, বা না-মানানো দায়
    ভালবাসা নিতে যাবে কেন ? ঠিক এবং যথার্ত বলেছেন দিদি ভাই। সহমত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. "এক তরফাই নয় গেলামই বা পুড়ে আর জ্ব লে,
    স্মৃতিগুলো তাজা রাখবোই আনন্দ- ঘন- বল্কলে। "

    অপুর্ব! শুভেচ্ছা প্রিয় কবি ও লেখন রত্না রশীদ ন্যানার্জীকেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।