ঝরো, অন্যসময়ে

না থাকাই ভালো ছিল এতোটা আগুন
মলাটের গোপনে
পাতা জুড়ে থাকে বিশাল প্রান্তরমাঠ,
আগুন?
আগেই বলেছি।

বুকের ভেতরে কেউটের বাস
তবু
তোমাদের বাগানে ফোটে বসরাই গোলাপ, ব্ল্যাকপ্রিন্স।

আর এখানে
এক বুক আগুন নিয়ে ক্লিষ্ট বসে থাকি
জ্বলতে পারিনা ;
গাছের বাকলে শুধু লিখে রাখি,
‘দহন, দহন’।

আজ আর এখানে এসোনা
মেঘমল্লারে মন নেই
দেখো ডানার ছায়া কেমন মুছলো আকাশ।

এখন জারুল ঝরার বেলা;
ঝরো তুমি
অন্য সময়।

8 thoughts on “ঝরো, অন্যসময়ে

  1. কবিতার অনন্য স্বরূপ। শুভ সকাল প্রিয় কবি আপা।

  2. ব্লগে অনুপস্থিত ব্লগারের পোস্টে মন্তব্য না করাটাই ভালো। যেহেতু পড়লাম ধন্যবাদ জানাই কবি আপা।

  3. বাহ,কবির মন আশা পূরন হোক,ঝরো অন্যসময়ে।

  4.  

    আজ আর এখানে এসোনা
    মেঘমল্লারে মন নেই
    দেখো ডানার ছায়া কেমন মুছলো আকাশ।

    লাইন গুলো মুগ্ধ করার মতো।

     

    সুন্দর প্রয়াস  অসাধারণ লেখনী বিষয়বস্তু সুন্দর

    প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।