বৃষ্টি

বৃষ্টি বুট, সৌখিন পাঞ্জাবী, শাড়ি, লাল সার্ট পরে আসছে—
জাস্ট তোমার সংগেই আলিঙ্গনে আবদ্ধ হতে
না—
তুমি হয়তো মুচকি হেসে কথা বলতে পারো আবার নাও বলতে পারো
কিন্তু তোমার হম” না”— কেমন চোখের ভরসা পেতেই আসছে—

পান্তা ভাতে বিরিয়ানি র গন্ধ পেতে হয়তো মরিয়া–
তবু সে তোমাকে ভালোবাসতে আসছে—
পটল আলু র ছালগুলো পায়ে মাড়িয়ে
ধানের শিসগুলি নিয়ে খেলতে খেলতে আসছে—
না তুমি জাস্ট আর লাল সার্ট পরে দাঁড়িয়ে থেকো না —-
মনে হয় জড়িয়ে থাকতে বলছ —?

কোন চুম্বনে জল চাইছ?
কে জানি বৃষ্টি”র লাল আভা গুলো শুষে
ভার্জিনিটি উড়িয়ে গিলতে চাইছো বড় বড় আদর —!

জাস্ট আর এভাবে হেঁটে এলোমেলো চুলে হাত ঘষতে ঘষতে কাছে এসো না—
বৃষ্টি র শিরশিরে স্পর্শে আমি মরে যেতে পারি—
হাতদুটো ধরে কোনদিন ঠোঁট চুষে বলে ফেলতে পারি আই লাভ ইউ”—-
কানে কথাগুলো সাতদিন ঝঙ্কার দেবে—
স্বপ্নের মতো চোখে ভাসবে তোমার চোখ মুখ—-

চারিদিকে তুমিময় প্রকৃতি —-
সকাল থেকে সন্ধ্যা শুধু ই তোমার ছবি দেখি—
নেশা আর কাটে না—

জোরে বৃষ্টি এলেও আমি ভিজছি না
আবেগগুলো তোমার স্পর্শেই বরফ হয়
আবার তোমার হাতেই জল!

_____________
অরুণিমা মন্ডল দাস
প্রকাশকাল সন্ধ্যাবেলা।

13 thoughts on “বৃষ্টি

  1. বৃষ্টি দিনে অনেক জীবনের সময়টা তুমিময় হয়ে উঠে। অভিজ্ঞতা থেকে বলছি কবি। :)

    1. যা বলেছেন । ঠিক তাই বৃষ্টিতে আপন জন মনে পড়ে

  2. বেশ অনিয়মিত লাগছে আপনাকে। বৃষ্টি কবিতাটি পড়লাম কবি। সুন্দর। :)

    1. যা বলেছেন । ঠিক তাই বৃষ্টিতে আপন জন মনে পড়ে

  3. বিশ্বকাপ কৃকেটের সেমিতে ভারত হারলেও আপনার রোম্যান্টি লেখাটি পড়তে ভাল লেগেছে দিদি ভাই। ভাল থাকুন। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

  4. জয় হোক কবিতার কবি দি অরুণিমা মন্ডল দাস। :yes:

  5. মুরুব্বী ভাইয়ের ভাষায় বলতে হয়, টাফ রোম্যান্টিক কবি বোন অরুণিমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. ভারী বৃষ্টিতে কঠিন কবিতা পড়িলাম। 

  7. কবিতা পড়ে ভিজে গেলাম,কিছু টাইপে রয়েছে সংশোধন করে নিলে আরো সুন্দর হবে।

  8. বৃষ্টি ময় এক সকাল শুরু কবিতা পড়ে। মুগ্ধ তারেখে গেলাম কবি অরুণিমা মন্ডল।

  9. কবি কোথায় !! মন্তব্যের উত্তর দেয়া উচিত। :(

  10. জোরে বৃষ্টি এলেও আমি ভিজছি না
    আবেগগুলো তোমার স্পর্শেই বরফ হয়
    আবার তোমার হাতেই জল!

     

    সুন্দর লিখেছেন প্রিয়কবি। অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম। বিষয়বস্তু সুন্দর।
    প্রিয় কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

    সাথে থাকবেন। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।