তোমার চোখে যখন সরিষাভোর
আমি তখন স্বপ্নে বিভোর
লাঙ্গুলে অগ্নি মশাল;
অশ্রুতে তোমার নোনাজল।
জ্বেলেছি বহ্নিশিখা
যাক দূর হয়ে যাক যত অমানিশা
তিমির রাতে মিলে যাক পথের দিশা
নব কিরণ নিয়ে আসুক নতুন দিনের বারতা।
সন্ন্যাসিভাব হোক তিরোভাব
তোমার স্বপ্নের সরোবরে হোক নব দিগন্তের আভির্ভাব
জ্বেলেছি আলো; অগ্নিস্নানে পুড়ে যাক যত কালো
রাঙা প্রভাতে কুড়িয়ে নাও; সমাজের যত ভালো।
‘যাক দূর হয়ে যাক যত অমানিশা
তিমির রাতে মিলে যাক পথের দিশা
নব কিরণ নিয়ে আসুক নতুন দিনের বারতা।’
___ অসাধারণ এই কল্যাণের আহবান। শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি।
সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ…
অনেক সুন্দর……….
শুভেচ্ছা নিন কবি
তোমার চোখে যখন সরিষাভোর
আমি তখন স্বপ্নে বিভোর
লাঙ্গুলে অগ্নি মশাল;
অশ্রুতে তোমার নোনাজল।- অসাধারণ!! প্রিয় কবি, শুভেচ্ছা নিরন্তর।
জ্বেলেছি আলো; অগ্নিস্নানে পুড়ে যাক যত কালো
রাঙা প্রভাতে কুড়িয়ে নাও; সমাজের যত ভালো।
চমৎকার লিখেছেন