স্পন্দিত অভিসারের নিপুণ ছায়ায় …
আমাদের অপেক্ষমান উত্তরসুরি যেন না হয় বিপন্ন।
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
স্পন্দিত অভিসারের নিপুণ ছায়ায় …
আমাদের অপেক্ষমান উত্তরসুরি যেন না হয় বিপন্ন।
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার অনুভূতি। ভালো লাগা রইলো শ্রদ্ধেয়।
ধন্যবাদ প্রিয় শব্দ কারিগর মি. এস কে দোয়েল।
* সুপ্রিয় মুরুব্বী, আমাদের উত্তরসুরি চলুক যুক্তি নির্ভর প্রগতির পথে…
এমন প্রত্যাশা আমাদের সকলের প্রিয় বন্ধু কবি মি. দিলওয়ার হুসাইন।
সুন্দর বলেছেন প্রিয় মুরুব্বী ভাই।
শুভ সন্ধ্যা
ধন্যবাদ কবি মোঃ সাহারাজ হোসেন। শুভ সন্ধ্যা।
দারুণ
ধন্যবাদ প্রিয় কবি।
সালাম এবং শুভেচ্ছা জানবেন স্যার।
সালাম এবং শুভেচ্ছার প্রত্যুত্তর জানবেন মি. রশিদ।
এমন আদরে আহ্লাদের মায়াভরা ঘর
আমারে রেখে দিও এখানে হে আমার ইশ্বর
অসাধারন অসাধারণ প্রিয় আপা। বিনম্র সালাম রাখি।
স্পন্দিত অভিসারের নিপুণ ছায়ায় …
আমাদের অপেক্ষমান উত্তরসুরি যেন না হয় বিপন্ন।- তাই হোক।
হোক তবে তাই হোক মি. মামুন।

শ্রদ্ধাজানবেন
শ্রদ্ধা আপনাকেও মি. সালজার রহমান সাবু।
ওরে !! এখানে তো দেখছি ফুলের বাগান সাজিয়ে দিয়েছেন মি. কাহাফ।
আপনাকে ধন্যবাদ। শুভ সকাল।
আপনার পরামর্শে অনুগল্প লিখার কথা ভাবছি কিন্তু খেই পাচ্ছি না। আপনি আমাকে দিয়ে বেশ কয়েকটা আলোচিত পোস্ট লিখিয়েছেন। আমার ভুল হয়ে গেছে ওই প্রতিটি লেখার নিচে পাদটিকা দেয়া দরকার ছিল। যাক এখন থেকে মনে রাখব।



ধন্যবাদ প্রিয় বন্ধু।