পথের সমাপ্তি

পথের সমাপ্তি
যাযাবর জীবন

অনেকটাই পথ হেঁটেছি দুজনে মিলে
পাড়ি দিয়েছি অনেকগুলো ভালোবাসার সেতু
এবার চল ঝুলোঝুলি বসে
একবার ফেলে আসা দিনগুলোর হিসেব দেখে নেই দুজনে মিলে;

কে বলেছে সব হিসেব মিলতেই হয়?
ভালোবাসার হিসেব কখনো কি মিলে?
হয় তুই এগিয়ে থাকবি কিছু পথ
কিংবা আমি কিছু সেতু,
তারপর আবার’তো সেই রেললাইনের পাতে জীবন হাঁটা
দুজনে মিলে
জীবনের সাথে……

পথের শেষ কোথায় জানিস?
মাটির ঘরে;

কে আগে পৌঁছুবে?
তুই
না আমি?

সময় বলে দেবে।

6 thoughts on “পথের সমাপ্তি

  1. * অসাধারণ ভাববিন্যাস।
    মুগ্ধ…..
    শুভরাত্রি।

  2. পথের শেষ কোথায় জানিস?
    মাটির ঘরে;

    দারুন পুরো কবিতাটি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।