অভিমান যে আমারও হয়না তা নয়!
যখন দেখি অনেকগুলো প্রিয় মুখ সাথে আছেন অথচ সহব্লগারের লেখায় চোখ বুলিয়ে নেয়ার তাগিদও বোধ করেন না! আবার মন্তব্যের উত্তর দেয়ার ক্ষেত্রেও কুন্ঠিত। চুপচাপ সয়ে যাই, হারিয়ে যাই নীরবে!!
একদা মন্তব্য দেয়ার প্রতিযোগিতা হত। কে আগে মন্তব্য দিতে পেরেছি! কিছু না হোক শুভেচ্ছা বার্তায় কৃপণতা ছিলোনা কখনো। আমরা কি সেই সৌজন্যবোধ হারাতে বসেছি!!!
আসুন আমরা আমাদের প্রিয় শব্দনীড়কে প্রাণবন্ত করে তুলি।
লেখা পোস্ট করার সময়ের সঙ্গে আর পাঁচটা মিনিট বাড়িয়ে দিয়ে সহব্লগারের লেখায় চোখ বুলিয়ে নিই। আপনার দেয়া উৎসাহে তৈরি হবে আগামী দিনের একজন ভালো লেখক, কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক কিংবা কথা সাহিত্যিক।
কথা দিচ্ছি, শত কাজের চাপের মাঝে ক্ষণ সময়ের জন্য হলেও আপনাদের সঙ্গে দেখা করে যাবো আমাদের প্রিয় শব্দনীড়ের পাতায়…
আমি আছি আপনার পাশে স্যার মুহাম্মদ দিলওয়ার হুসাইন।

** সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ…
শুভ কামনা
* ধন্যবাদ…
শত কাজের চাপের মাঝে ক্ষণ সময়ের জন্য হলেও আপনাদের সঙ্গে দেখা করে যাবো আমাদের প্রিয় শব্দনীড়ের পাতায়… ধন্যবাদ ভাই। আসলে আমরা দিনকে দিন রোবট হয়ে যাচ্ছি….অনুভুতিহীন….এক অদ্ভুত প্রাণী হয়ে যাচ্ছি….
আসুন আবার অনুভূতিকে ফিরিয়ে আনি…
আমার কাছে মাঝে মাঝে মনে হয় শব্দনীড়ে কোন ব্লগার নেই। নাহলে আমাদের এত অব্লগারসুলভ আচরণ কেন? শুধু মন্তব্য করা নয় আমি দেখি যে অন্যের লেখা কেউ পড়ে না পর্যন্ত।
সত্যকথা হল আমরা ব্লগিং জানি না।
অনেক সময় ভাবি হয়ত বা মন্তব্য করার মত লেখা নেই। কিন্তু যেসব লেখায় আলোচনা করা চলে, সুখপাঠ্য এমন লেখাতেও পাঠক উপস্থিতি নেই।
সবাই শুধু হোক বা না হোক শুধু কবিতা আর কবিতা লিখে। আর লিখে চুপ করে বসে থাকে।
সুপ্রিয়, বিষয়টা নিয়ে ভাবার সময় এসে গেছে…
* কেন আমরা এমন হয়ে যাচ্ছি…
ভালো থাকুন নিরন্তর।
অভিমান যে আমারও হয়না তা নয়!
আমার মনের কথাটাই যেন বলেছেন মিঃ মুহাম্মদ দিলওয়ার হুসাইন । আমি নিয়মিত থাকতে চেষ্টা করি কিন্তু মাঝে কিছু দিন যাবত লক্ষ করছি আমাদের শব্দনীড় যেন একটু পালটে গেছে । নতুন ব্লগার হিসেবে অভিমান যে আমারও হয়না তা নয়! আশুন আমরা সবাই সবার লিখা পরি, মন্তব্য করি, রেটিং করি ও লইক দেই । আমাদের দেয়া উৎসাহে তৈরি হবে আগামী দিনের একজন ভালো লেখক, কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক কিংবা কথা সাহিত্যিক।
* মি. আনিসুর রহমান সহমত পোষণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ…
শুভরাত্রি।
অভিমান যে আমারও হয়না তা নয়!
**

