অম্লান…

হবো এবার বিসুভিয়াসের অগ্নি উদগিরিনী বান
পুড়ে যাবে যত জ্বালা যন্ত্রণা; হবো অনির্বান—
কুইনান গিলে নেবো, অমৃত সুধা মেলেনি যখন;
নিরন্তর মরুর বুকে হেটে চলি উদ্ভ্রান্ত পথিক যেমন।

সীমাহীন অনন্ত পথে হতে পারিনি অসীম
আটকে গেছি তোমার মায়া জালে, পরিসর অতি সসীম
আমার আমি হতে পারিনি আমার মত করে,
আমি যে আবদ্ধ আজ তোমার সংকীর্ণ বাহুডোরে।

খুলে দাও বাহুডোর, মেলিব ডানা; মুক্ত আকাশে
পাড়ি দেবো অসীম পাথারে, নিজেকে ভালোবেসে-
নীল তিমি যেমন পাড়ি দেয় এক সাগর থেকে অন্য সাগরে
ধেয়ে চলে অনন্ত পথে স্বাধীন চিত্তের পরিচয়ে।

আমার আমি আজ হবো প্রলয়ঙ্করী ঝড়ের মত
লণ্ডভণ্ড হয়ে যাবে যাক ভিত দূর্বল যত !
সমুদ্রের তলদেশের কম্পনে,মিশে যাক পাথর দেয়াল
বিলীন হয়ে যাক অনিয়মে গড়ে ওঠা শত বেড়া জাল।

মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!

10 thoughts on “অম্লান…

  1. আমার আমি আজ হবো প্রলয়ঙ্করী ঝড়ের মত
    লণ্ডভণ্ড হয়ে যাবে যাক ভিত দূর্বল যত !
    *শ্রদ্ধা এমন তেজোদীপ্ত বিদ্রোহী চেতনাকে !

    1. ** ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি…

  2. শুভ সকাল স্যার। জীবন ঘেঁষা অনুভবের লিখায় আপনার অগাধ জ্ঞান।

    কনসেনট্রেটেড ভাষা বা শব্দের ব্যবহার লিখাকে কিভাবে যথেষ্ঠ পরিমানের উত্তীর্ণ সম্ভব, আপনার রচিত যে কোন কাব্যকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে বুঝে নেয়া যায়। :)

    1. * সুপ্রিয় প্রেরোণাদাতা মুরুব্বী, আশির্বাদ কাম্য…

  3. “মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
    আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!”

    সালাম এবং শুভেচ্ছা জানবেন কবি।

    1. * অনেক ধন্যবাদ কবি মামুন…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ** কবি দিদি, অনেক অনেক ধন্যবাদhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. দিলওয়ার ভাই, আপনার দ্রোহী ও জীবন ঘনিষ্ঠ চেতনাকে সালাম জানাই।

    1. ** আনোয়ার ভাই, অনেক অনেক ধন্যবাদ…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।