ফুলে, সমতলে

ফুলে, সমতলে

বন্যার জল নেমে গেলে, সমতলে পড়ে থাকে পলিচিহ্ন
হাতের ছায়া সরে গেলে – সৌরশরীরে, জমে থাকে আঙুলের দাগ
কিছু ভোমরের দৃষ্টি পেয়ে, নিজের রূপের কাছে নত হয়েছিল
যে ফুল, তার পাপড়ির গায়ে লেগে থাকা রেণু, জলসুবাস ছড়ায়।

প্রেমিক যে পলিরেণু দিয়ে লিখে তার প্রথম প্রেমিকার নাম,
তাকেই বলা যায় জীবনের পয়লা প্রেমপত্র,
অনেকটা পয়লা বৈশাখের রাতে ঢেউ তোলা ঝড়ের মতো,
যে প্রেম কোনও দাগ রেখে যায় না।

5 thoughts on “ফুলে, সমতলে

  1. বন্যার জল নেমে গেলে, সমতলে পড়ে থাকে পলিচিহ্ন … চিরন্তনী এই সত্য মেনে নিয়ে বলি; জীবনও তার শুনশান গন্তব্যে পৌছুলে কিছু না কিছু তার অবশিষ্ট রেখে যায়।

    ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন। :)

  2. চমৎকার কবিতায় শুভেচ্ছা জানাই কবি।

  3. প্রেমিক যে পলিরেণু দিয়ে লিখে তার প্রথম প্রেমিকার নাম,
    তাকেই বলা যায় জীবনের পয়লা প্রেমপত্র,
    *অসাধারন শব্দ চয়নে জীবনের রেখা চিত্র !

মন্তব্য প্রধান বন্ধ আছে।