এ যুগের কবি
সন্ন্যাসি হতে ঘুরেছি দেশে দেশে, হেরেছি কত মনোরম দৃশ্য
পাইনি যোগিনীর দেখা; যোগমায়ার মায়ার ছলে, আমি যে নিঃস্ব!
কাব্য দেবীর আরাধনায় উদাস নয়নে চেয়ে থাকি সম্মুখ পানেতে
দেখি শুধু ধুধু বালুচর; একজোড়া শ্বেত বলাকা রয়েছে অনভিপ্রেত ছোটাছোটিতে।
তোমার সাধনায় রাতের দ্বিপ্রহরে মগ্ন তপস্যার ধ্যান–
দেখেছি বার বার ভেসে উঠেছে প্রতিমূর্তি ব্যর্থ আস্ফালন
শ্বেত বলাকা যুগল ফিরে যায় নীড়ে, রেখে যায় পদ চিহ্ন
কি করে হই বিবাগী! মিথ্যে ছলনায় ভুলে তোমার জন্য।
কবি হতে ধরেছি কবি ভাব! মেলেনি কাব্য দেবীর আশির্বাদ
লিখে যাই যখন যা খুশি; গদ্য কবিতায় সুযোগ নিয়ে,আমি এক নির্বোধ!
অনিবার্য শব্দের বাঁধন ভুলে লিখে যাই ইচ্ছে মত
ছন্দ আর অলংকারহীন দেহঘড়ি ধিক্কার দেয় অবিরত।
এ যুগের কবি, খুলেছে বসন দেবীর; বহু আগে
ইচ্ছে মত তাই লিখে; কবি জন্ম নিচ্ছে শত শতে।
'এ যুগের কবি, খুলেছে বসন দেবীর; বহু আগে
ইচ্ছে মত তাই লিখে; কবি জন্ম নিচ্ছে শত শতে।' __ একেবারে মন্দ বলেননি প্রিয় কবি।
সুন্দর লেখা কবি দা।
সুন্দর এবং অনবদ্য৷