পাখি বিষয়ক বিকেল

পাখি বিষয়ক বিকেল

ঘুমসকাল চোখ – উড়ে যায় কাম রং
বালিকারা হেঁটে আসে তারার পথে
অস্থির দুপুর ছড়িয়ে দিচ্ছে দুধফেনিল রোদ
নতমুখী অভিশাপ – ঠোঁটে তুলে আনি
প্রকৃতির স্বর আমাকে নিঃস্ব করে দ্যায়।

একটা পাখি – উড়ে আসে বিকেলের কাঁধে চেপে
বনময়ূর কিংবা বনমোরগ
অভাবের শয্যায় শুয়ে থাকা নাম
পাতাগাছ – কলজের ভেতর ঢুকে পড়ে
পাখি বিষয়ক একটা বিষণ্ণ বিকেল।