আকাশ নীল হয়েছে ঠিকই, হারায়নি তার উজ্জ্বলতা
দুহাত বাড়িয়ে ঢেকেছে উত্তরিতলে শত ব্যাথা।
রবি করে বিকিরণ, পুড়ে অঙ্গার হয় অনুরাজি
শত শতাব্দীর বহুকাল ধরে দেশে দেশে অস্তিত্ব আছে তারই।
রিক্ততা তোমায় করিবে সিক্ততা হও যদি অশ্রুসজল
মুছে যাবে বেদনার নীল রঙ। এবার হয়ে যাও সচল।
প্রসারিত করো দুহাত, তাকাও সন্মুখ পানেতে
দেখিবে সুন্দর আগামি ডাকিছে তোমাকে।
প্রকৃতির বিধি মেনে নাও যদি, দুঃখ কভু আসিবেনা পাছে
যা ঘটিতে চাহে ঘটিতে দাও, ভুল ছাড়া বুঝিবে সে কিসে?
তোমারে করিতে নীল, সেও হবে বিলীন
ভারাক্রান্ত স্মৃতি তারে করিবে অন্তহীন।
নীলিমার নীল রঙ করেনা বেদনায় লীন
নীলশিখায় তুমি পুড়ে হবে অঙ্গার ঠিকই তবু হবেনা বিলীন।
যেটুকু থেকে যাবে ছাই, মুক্তার চেয়ে অমূল্য হবে তাই।।
নীলিমার নীল রঙ করেনা বেদনায় লীন
নীলশিখায় তুমি পুড়ে হবে অঙ্গার ঠিকই তবু হবেনা বিলীন।
অসাধারণ।
* সুপ্রিয় কবি দি, বেশ অনুপ্রাণিত …
শুভরাত্রি।
"যেটুকু থেকে যাবে ছাই, মুক্তার চেয়ে অমুল্য হবে তাই"।।
দামি বিষয়বস্তু। আমার খুব ভালো লেগেছে !
* সুপ্রিয় কবি ও লেখক মিড ডে ডেজারট, ভালো থাকুন নিরন্তর…
শুভরাত্রি।
কাজের ব্যস্ততায় আসতে পারিনি স্যার। মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে গেলাম।
* অনেক ধন্যবাদ সুপ্রিয়…
রিক্ততা তোমায় করিবে সিক্ততা হও যদি অশ্রুসজল
মুছে যাবে বেদনার নীল রঙ।——-চমৎকর প্রকাশ কবি দা
* অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি দা…