চেতনায় বাংলাদেশ

ভাবিনা তবু অতীত হানা দেয় মনের জানালায়
যখন ভাবি যে পথে আছি এ পথে আসারতো কথা ছিলোনা
তরীতো ভিড়ার কথা ছিল অন্য মোহনায়
জল দিয়েছিলুম পদ্ম ভেবে, মাকাল ছিল জানত কে? …
কুয়াশায় ডেকে দিয়েছে চারপাশ
হতাশার উত্তরীতে ম্রিয়মান শোক
অরণ্যে লেগেছে দাবানল, দগ্ধ জনপথ
চেতনায় হেনেছে আঘাত, অট্টহাসিতে রাহুর দল
খামছে ধরেছে আমার মস্তিষ্কের উর্বরতা
বিবেকের রাজপথে নেমেছে ঘোর অমানিশা
ধেয়ে আসছে দশ নম্বর হুসিয়ারি সংকেত
তলিয়ে নিয়ে যাবার শঙ্কায় আপাদমস্তক
ভাগ্যাকাশে ছেয়ে আছে ঘন এক কালো মেঘ
ভিজিয়ে দেবে চেতনার শুভ্রতাকে।
মনের নদীতে আজ প্রচুর পলি জমেছে
দুকুল ভাসিয়ে নিয়ে যাবে অচিরেই
ধ্বংস আর ধংসের উল্লাস চারি দিকে
ইস্রাফিল সিঙ্গা নিয়ে প্রস্তুত সব কিছু উড়িয়ে দিতে
চারি দিকে অন্ধকার, সুযোগ নেই ঠিকানা খুঁজে পাবার।
তখনো আমি স্বপ্ন দেখি তোমাকে পাবার
তুমি ফিরে এসো বাংলার ঘাসে, ফুলে–ফলে
মাখিয়ে দাও চেতনার রঙ সবার হৃদয় মন্দিরে
তবে তরী তার ভিড়িবে আপন ঠিকানায়।
শকুনেরা তবে আর খাবলে খাবেনা তোমার দেহ; নিথর হবার আগে
বার মাসই হবে বসন্ত, ফুল ফুটবে শাখে শাখে।।

10 thoughts on “চেতনায় বাংলাদেশ

  1. "তখনো আমি স্বপ্ন দেখি তোমাকে পাবার
    তুমি ফিরে এসো বাংলার ঘাসে, ফুলে–ফলে
    মাখিয়ে দাও চেতনার রঙ সবার হৃদয় মন্দিরে
    তবে তরী তার ভিড়িবে আপন ঠিকানায়।"

    স্বপ্ন নিয়েই আমাদের অহোদিন চলা। স্বপ্নই আমাদের সব। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয়, শুভ কামনা নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. চেতনায় হেনেছে আঘাত, অট্টহাসিতে রাহুর দল
    খামছে ধরেছে আমার মস্তিষ্কের উর্বরতা———অনবদ্য প্রকাশ কবি দা

     

    1. * ধন্যবাদ প্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. বার মাসই হোক বসন্ত, ফুল ফুটুক শাখে শাখে। দারুণ উক্তি কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * সুপ্রিয় কবি দি, অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।