দ্রোহ…

কবিতায় দ্রোহের কথা বলতে চাও; মিলিত হও দ্রোহের মিছিলে
আজন্ম হিমাগারে থেকে জ্যৈষ্ঠের দাবদাহ কি করে রচিবে!
অন্তরাত্মা যার বিগলিত হয়নি কখনো অনুতাপে; মরুভূমির–
প্রকৃতি প্রেমী! কিংবা আকাশ পথের কোন এক নভোচারীর–
কী অরণ্য প্রেম দেখিতে চাও তার মাঝে ? কর্দমাক্ত শ্রমিকের!

আমি বিমোহিত হইনা তার সঙ সাজে; বরাবরের মত আজও নির্লিপ্ত
জানালার পাশের লতা-গুল্ম কখনো ন্যুয়ে পড়ে; কখনো উদ্দীপ্ত
সাঁঝের আগমনে নেতিয়ে পড়ে ঠিকই তবু রঙ বদলায়নি
রবির ডাকে জানান দেয়– অধিকারের মিছিলের সময় এখনো ফুরায়নি।

12 thoughts on “দ্রোহ…

  1. 'অধিকারের মিছিলের সময় এখনো ফুরায়নি।' বিধাতা জানেন মুক্তির মিছিল কবে সার্থক হবে।

    1. * সুপ্রিয় অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      মুক্তির মিছিল সার্থক হবে হবেই

      আশাতেই বাঁচি, আশাতেই রচি…

  2. রবির ডাকে জানান দেয়– অধিকারের মিছিলের সময় এখনো ফুরায়নি। অনবদ্য প্রকাশ কবি দা

  3. অধিকার বঞ্চনাই প্রতিবাদী হতে শেখায় । সুন্দর লিখেছেন । ধন্যবাদ প্রিয় । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।