মামা কাকা দাদারা

মামা কাকা দাদারা

দাদাগো দাদা, ও দাদা…
তুমি তো নও, সরল-সাদা!

দাদীগো দাদী, ও দাদী…
তুমি নির্ঘাত, শাহাজাদি!

কাকাগো কাকা, ও কাকা…
তোমার মাথা, কেনো ফাঁকা?

কাকীগো কাকী, ও কাকী…
তুমি নিখাঁদ, আস্ত লাকি!

মামাগো মামা,ও মামা…
তুমি বাজাও সারে গামা!

মামীগো মামী, ও মামী…
তোমার কাছে কে হয় দামী?

4 thoughts on “মামা কাকা দাদারা

মন্তব্য প্রধান বন্ধ আছে।