চর্যাপদের সান্ধ্য ভাষা যেন আমায় করিয়াছে গ্রাস
ওহে, গিরি নন্দিনী কোথায় তোমার বাস ?
হৃদয় পটে আজ বারে বারে ভাসিয়া উঠিয়াছে–
তোমার আগমনী গান; তারাদের ঝংকারে।
মোরাঙ্গ পিচ্ছ পরিহান করিয়া একি খেলা অচলার গায়ে
দুলিতেছে দেহ মন অচলায়তন ভাঙ্গিবার তরে!
ঘূর্ণায়মান ভাষা; শর্বরী আসিবার আগে পথেই হারায়
গোধূলি হইয়াছে গত; তবু মাতিয়াছ এ কোন খেলায়।
জন্মান্তরে বিগলিত হইনি কোন স্বপ্ন বাসরে
আজ কোন আশায় বাঁধিয়াছি বাসা অতি সঙ্গোপনে!
হও উদয় গড়িব নিলয়; প্লাবিত হইবে জগত সংসার
বানের তোড়ে ভাসিয়া যাইবে সকল অন্ধকার।
হয় দিবা নয়তো নিশি; আর নয় গোধূলির ভালবাসাবাসি
হয় চৈত্রের দাবদাহ; নয়তো হিম শীতল আনিব ডাকি।
খেলিবনা আর; সন্ধ্যার মত আলোক আর অন্ধকারের খেলা
গিরি হইবে সমতল; নাশিয়া যত কণ্টক আর দুর্গমতা
গোধূলির ভালোবাসা খুঁজিয়া লইবে আপন ঠিকানা।।
16 thoughts on “গোধূলি ভালোবাসা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
'ঘূর্ণায়মান ভাষা; শর্বরী আসিবার আগে পথেই হারায়
গোধূলি হইয়াছে গত; তবু মাতিয়াছ এ কোন খেলায়।' ___ দারুণ এই শাব্দিক কারুকাজ।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ…
ভাল লেখা দাদা।
* ধন্যবাদ কবি দাদা…
হয় দিবা নয়তো নিশি; আর নয় গোধূলির ভালবাসাবাসি
হয় চৈত্রের দাবদাহ; নয়তো হিম শীতল আনিব ডাকি।——চমৎকার প্রকাশ
* সুপ্রিয় কবি দা, শুভ কামনা নিরন্তর…
বিষয়বস্তু মুগ্ধ করেছে।
" গিরি হইবে সমতল; নাশিয়া যত কণ্টক আর দুর্গমতা
গোধূলির ভালোবাসা খুঁজিয়া লইবে আপন ঠিকানা"।।
দারুণ ফিনিশিং।
* ধন্যবাদ সুপ্রিয়…
সুন্দর এক কবিতা।
* ধন্যবাদ প্রিয় কবি…
অসাধারণ হয়েছে কবি দা।
* সুপ্রিয় কবি দি, সেতো আপনাদের অনুপ্রেরণা…
ভাল লাগা রেখে গেলাম কবি
* ধন্যবাদ সুপ্রিয় কবি দাদা…
অনেক সুন্দর কবিতা পড়লাম।
* অনেক অনেক ধন্যবাদ প্রিয়…