গরল পিয়ালার সুখ

যে গান রচিতে পারেনি কবি অমৃত সুধায়
সে গান রচিব আজ আমি গরল পিয়ালায়,
বসে বসে ভাবিস রচিবো কোন এক বিরহ গীতি
চেয়ে দ্যাখ, সুর্য ডোবার এখনো অনেক বাকী।

দিনের শেষে রবি অস্তে যাবে এতো জগতের রীতি
ভাবনার কী আছে বন্ধু; কেন তবে দিয়েছ কর্ম বিরতি,
তীব্র দাবদাহের পরে নামে বর্ষন ধারা; কে পারে রুধিতে
মাঘের সন্ন্যাসি হলে গত; আপনা আপনি আসে বসন্ত জগতে।

কি হেরিলুম; পেলুম কি; কি আসে তাতে
সুখ দুঃখ নিয়েই সংসার সাজাতে হবে,
আপন মনে বাঁধ সুর; আপন মনে বাজাও বাঁশরি
দেখিবে আপন আলোয় সেজেছে সুন্দর, ওহে সংসার বিবাগী।

12 thoughts on “গরল পিয়ালার সুখ

  1. বরাবরই আপনার লিখা গুলোন বেশ পরিপাটি সাজে। শেষ প্যারা চমৎকার হয়েছে স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় প্রেরনাণাদাতা মুরুব্বী, আপনাদের প্রেরণা পাই চেষ্টা করি।  ভালো থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. কি হেরিলুম; পেলুম কি; কি আসে তাতে
    সুখ দুঃখ নিয়েই সংসার সাজাতে হবে,———চমৎকার 

    1. * সুপ্রিয় কবি দা, অনেক অনেক ধন্যবাদ।  ভালো থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3.  প্রিয় কবি দিলওয়ার ভাই যদি ভিন্ন কোনও নামেও কবিতা পোষ্ট দিতেন আমি বলে দিতে পারতাম এটা আমাদের প্রিয় কবি দিলওয়ার হুসাইন এর কবিতা।

    আপনার কবিতাগুলো আপনাকে স্বকীয় করে তুলেছেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. * সুপ্রিয় কবি ইলহাম ভাই, আপনাদের অনুপ্রেরণা নিয়েই আপনাদের সাথে থাকতে চাই।

      শুভ কামনা নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।