হাসি দিয়ে ঢেকে রাখি নশ্বর সম্পর্কসুতো
পর্দার আড়ালে নড়েচড়ে ওঠে বেঁধে রাখা মুখ
জীর্ণ মুখোশ আর উদ্বাস্তু কান্নাজল;
রাত্রি নামলেই চড়া মেকআপের নীচে লুকিয়ে পড়ে
এক্সপায়ার্ড বলিরেখা, বরফরঙা জুলপির যূথবদ্ধ চুল;
সময় লুকিয়ে থাকে সময়ের ভাঁজে
প্রায়োরিটি হারানো শুদ্ধস্বর ঢাকা পড়ে উচ্চকিত ওজনদাঁড়ির ভারে;
চেনা রাস্তাও হঠাৎই অচেনা হয় পরিপার্শ্ব লুকালে অবেলায়।
11 thoughts on “লুকোচুরি খেলা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হাসি দিয়ে ঢেকে রাখি নশ্বর সম্পর্কসুতো
পর্দার আড়ালে নড়েচড়ে ওঠে বেঁধে রাখা মুখ———সুন্দর প্রকাশ কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
কবিতা সুন্দর হয়েছে প্রিয় কবি সৌমিত্র। অল দ্য ভেরি বেস্ট।
স্বাগতম প্রিয় ভাই।
সুন্দর উপস্থাপনা
ধন্যবাদ শংকর দা।
অপুর্ব হয়েছে প্রিয় কবি সৌমিত্র দা
ব্যাপক মর্মার্থ লুকিয়ে আছে এই ছোট্ট কবিতাটিতে
আপনি আমার ভালো পাঠক ভাই।
ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা সৌমিত্র ভাই।
ধন্যবাদ বোন।
প্রায়োরিটি হারানো শুদ্ধস্বর ঢাকা পড়ে উচ্চকিত ওজনদাঁড়ির ভারে;
চেনা রাস্তাও হঠাৎই অচেনা হয় পরিপার্শ্ব লুকালে অবেলায়।
* সুপ্রিয় কবি দাদা, ভাবের গভীরতায় মুগ্ধ…