অর্কিড স্বপ্ন

অতটা মিথ্যেবাদী হতে পারিনি বলে বলা হয়নি-
তোমাকে ছাড়া জীবনটা অচল!
স্বপ্ন বুনেছিলাম পলি মাটি সমেত এক উর্বরভুমিতে
তবু অর্কিডের মত ঝুলেছিলেম তোমার সেই সংকীর্ণ বৈঠকখানায়!

শ্যামলিমার শ্যামল আঙিনায় আজ সতেজ আছি বেশ
পাথারের ওপার থেকে এখনো ধ্বনি আসে– জীবন অতটা ক্ষুদ্র নয়
খোল খোল নোঙর, তোল পাল বিশাল সমুদ্রসীমায়
ভোরের রবি দিয়েছে হাতছানি; চেয়ে দেখ অবারিত পান্থ রেখা
মিশে যাও জগত মাঝে; দেখিবে সবাই বাড়িয়েছে হাত তোমার বন্ধু বেশে ।

10 thoughts on “অর্কিড স্বপ্ন

  1. আরণ্যক ক্যানভাসে যায় চলে যায়. যে যার মত নিয়ে যায় সব. যেমন গন্তব্য যার। জীবন।

    1. * সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, আসলে তাই……

      জীবন জীবনের নিয়মে বয়ে চলে নিরবধি। শুভ কামনা অশেষ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অতটা মিথ্যেবাদী হতে পারিনি বলে বলা হয়নি-
    তোমাকে ছাড়া জীবনটা অচল!————–অসাধারণ কবি দা——–

    1. * সুপ্রিয় কবি ইলহাম ভাই, হাত বাড়িয়েছি অনন্ত পথের সন্ধানে, প্রেরণা নিয়ে পাশে পাবার প্রত্যাশা করি … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

       

    1. * সুপ্রিয় কবি দি, মিশে যেতে চাই জগত মাঝে, হারাতে চাই অনন্ত পথে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।