পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।
এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”।
প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।
১১১। সারবিয়া Serbia
সাদা ঈগল (White Eagle)
বাজপাখি (Falcon)
নেকড়ে (Wolf)
১১২। Seychelles
ডলফিন (Striped Dolphin)
১১৩। Saint Kitts and Nevis
ভারভেট বানর (Vervet Monkey)
১১৪। সিঙ্গাপুর Singapore
মিরলায়ন (Merlion) (কাল্পনিক)
Crimson Sunbird (বাংলা নাম জানা নেই)
Peacock bass (বাংলা নাম জানা নেই)
১১৫। সলভেনিয়া Slovenia
লিপিজেনার ঘোড়া (Lipizzaner)
Proteus (বাংলা নাম জানা নেই)
Lynx (বিড়াল জাতীয় প্রাণী)
বন্য ছাগল (Alpine Ibex)
১১৬। সোমালিয়া Somalia
ল্যাপার্ড (Leopard )
১১৭। দক্ষিণ আফ্রিকা (South Africa)
হরিণ (Springbok)
আফ্রিকান হাতি (African Elephant)
নীল বক (Blue Crane)
১১৮। স্পেন Spain
ষাড় (Bull )
১১৯। শ্রীলঙ্কা Sri Lanka
সিংহ (Lion)
বন মোরগ (Jungle Fowl)
এক প্রকার প্রজাপতি ( Troides darsius)
১২০। Swaziland
এক প্রকার হরিণ (Thomson’s Gazelle) (বাংলা নাম জানা নাই)
তথ্য ও ছবি : সংগ্রহীত
জন্মই যেন আজন্মের পাপ … সোমালিয়ান জাতীর প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ দস্যু ভাই।
শুকরিয়া মন্তব্যের জন্য।
তথ্যপুর্ণ রচনা।
শুকরিয়া মন্তব্যের জন্য।
আবারও ঝকঝকে তকতকে পোস্ট। বন মোরগকে দেখতে ভালই লাগলো ছবি দা।
হে, মোরগটা কিন্তু বেশ দেখতে।
শত কবিতার ভীড়ে আপনার পোস্ট আমাকে আলাদা আনন্দ দেয়। ভীষণ লাগে।
আমি আবার কবিতা থেকে মতহস্ত দূরের মানুষ।
শুরুতেই আপনার পোস্ট পেয়ে ভালো লাগলো।
শুকরিয়া মন্তব্যের জন্য।
সাদা ঈগল আগে দেখা হয় নি।
শুভকামনা প্রিয়ভাজন




সরাসরি দেখার সুযোগ আমার হয়নি কখনো।
* আপনার পোস্ট দেখলে মনে হয়, দেখা হয় নাই অনেক কিছু!!!
কথা কিন্তু সত্যি, আমাদের সকলেরই দেখা হয় নাই অনেক কিছু। খুব সাধারন অনেক কিছুই অদেখার তালিকায় রয়ে গেছে।
সুন্দর————
শুকরিয়া