অচেনা স্বপ্নে বিভোর হয়ে সেই অচেনা তোমার কাছে এসেছিলাম
পৃথিবীর সব রঙ মুছে দিয়ে জীবনানন্দ যখন পাণ্ডুলিপি নিয়ে বসেছিলেন–
তখনো আমার চোখে স্বপ্ন রঙিন, ক্যানভাসে বর্ণিল রঙের ছটা
আমি জগৎ-বিখ্যাত স্বপ্ন কারিগর! ছুটে চলি চির হরিৎ শ্যামলিমার বুক থেকে
গগণ স্পর্শী অট্টালিকার দেশে। স্বপ্নের তরী ভাসাই সাগর থেকে মহাসাগরে
ধেয়ে চলি, যান্ত্রিক সভ্যতার তালে; যন্ত্র দানব হয়ে, দ্বিধাহীন সংকল্পে।
ছুঁয়েছি তোমাকে; এবার অবগাহনের পালা; তাই গভীর থেকে আরও গভীরে
গিয়ে খুঁজি এক আলতো নোনা স্বাদ; খসে যায় একে একে স্বপ্ন ধূসর, নীলিমার দৌরাত্বে!
মৃত্তিকার আদ্রঘ্রানে ফিরে পাই চৈতন্য। এখন আমি স্বপ্ন বিলাসী নই চিত্রকর
সমতলের মাঝেও খেই হারিয়ে ফেলি বন্ধুর ভেবে, তবু ফিরে পেয়েছি আমাকে
এখন আমি আমারি; উড়াইনা আর কল্পনার ফানুস !!
'মৃত্তিকার আদ্রঘ্রানে ফিরে পাই চৈতন্য। এখন আমি স্বপ্ন বিলাসী নই চিত্রকর উড়াইনা আর কল্পনার ফানুস !!' লিখায় চমৎকার দৃঢ়তা লক্ষ্য করলাম প্রিয় কবি। শুভ সকাল।
* অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা দৃঢ়তার মূল পাথেয়…
মৃত্তিকার আদ্রঘ্রানে ফিরে পাই চৈতন্য।———————
*জী, ধন্যবাদ প্রিয় কবি দা…
"ছুটে চলি চির হরিৎ শ্যামলিমার বুক থেকে
গগণ স্পর্শী অট্টালিকার দেশে। স্বপ্নের তরী ভাসাই সাগর থেকে মহাসাগরে
ধেয়ে চলি, যান্ত্রিক সভ্যতার তালে; যন্ত্র দানব হয়ে, দ্বিধাহীন সংকল্পে।"
দারুণ কবি দা দারুণ।
* অনুপ্রাণিত সুপ্রিয় কবি দি…
পরিচ্ছন্ন কবিতা।
* ধন্যবাদ কবি দাদা…
"এখন আমি স্বপ্ন বিলাসী নই চিত্রকর
সমতলের মাঝেও খেই হারিয়ে ফেলি বন্ধুর ভেবে, তবু ফিরে পেয়েছি আমাকে
এখন আমি আমারি; উড়াইনা আর কল্পনার ফানুস !!"
দারুণ লিখেছেন প্রিয় দিলওয়ার ভাই

* ধন্যবাদ প্রিয় কবি ইলহাম ভাই।
মুগ্ধ হলাম। ভারি সুন্দর লেখা
* ধন্যবাদ সুপ্রিয়…
শুভেচ্ছা জানবেন কবি ভাই।
* অনেক ধন্যবাদ প্রিয় কবি…