-আমরা এসে পড়েছি ছড়াদাদু…
-আমিও তো তোমাদের অপেক্ষায় বসে আছি। চলো বেরিয়ে পড়া যাক। বাঁওড়ের পাশে গিয়ে বসি। তারপর….
ছড়াদাদুর একটা পিতৃদত্ত নাম নিশ্চয়ই আছে। কিন্তু তিনি ছড়াদাদু নামে এতই জনপ্রিয় যে আসল নামটাই যেন গুরুত্বহীন হয়ে পড়েছে। প্রবীণ এবং প্রতিষ্ঠিত ছড়াকার তিনি। শিশু আকাদেমি, রাষ্ট্রপতি পুরস্কার সবই তিনি পেয়েছেন।
শিশুর মত হাসিখুশি সরলতায় ভরা তার মন। একদল তরুণ ছড়া লেখায় উৎসাহি ছেলেমেয়েরা এসেছে ছড়া লেখার কায়দাকানুন জানতে।
ছড়াদাদুও আশ্বাস দিয়েছেন সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার বিকেলে ছড়াদাদুর পাঠশালা বসবে।
কথামত ছাত্ররাও হাজির। আজকে থেকেই শুরু হবে পাঠশালা। গভীর আগ্রহ আর আনন্দে দীপেন দে, অনিক আঢ্য, আদৃতা নাথ আর অরণি মন্ডল কথামত এসে হাজির হয়েছে।
ওরা বাঁওড়ের পাশে দূর্বাঘাসের উপর বসে পড়ে।
ছড়াদাদু শুরু করলেন তার ছন্দছড়ার পাঠশালা।
(চলবে)
ছড়াদাদু'র প্রতি শুভকামনা রাখলাম দাদা।
শুভেচ্ছা রইলো ছড়াদার জন্য।
ছড়া দাদুর অপেক্ষায় রইলাম আবার কবে আসবে!
ছড়াদাদু এবার শুরু করুন ছন্দছড়ার পাঠশালা।
ছড়াদাদুর পাঠশালা চলুক!
আর আমিও আছি, আনন্দে দীপেন দে, অনিক আঢ্য, আদৃতা নাথ আর অরণি মন্ডলদের সাথে!
শুভকামনা প্রিয় কবি


(চলবে)
* আমরাও আছি সাথে…