একটি মাত্র জীবন

স্বপ্ন দেখি, আঁধার রাতের হতে আলোক শিখা
যে আলোতে আলোহীনে দেখবে পথের দিশা।
একটি মাত্র জীবন সবার; সুযোগ পাবে একটি বারে
হাত মেলাতে এসো সবে; জাতির তরে কিছু করবো বলে।

বিদায় চাইনা ধরার মাঝে, চতুষ্পদী প্রাণী যেমন
আসবো যাব, খেলবো সবই; লক্ষ্যহীন এই জীবন,
এমন জীবন চাইনা আমি, মৃত্যুর পরে শূণ্য ঝুলি পড়ে রবে
খুঁজে পাবেনা এমন কিছু; তারা আমায় স্মরণ করতে।

একটি মাত্র জীবন যখন, কাজে লাগাও এখনই সবে
মরণেও বেঁচে রবে; সব মানুষের অন্তরেতে।।

10 thoughts on “একটি মাত্র জীবন

  1. কবিতায় সঠিক বার্তাটিই পরিস্ফুটিত হয়েছে প্রিয় কবি মি. দিলওয়ার হুসাইন। শুভেচ্ছা আর ভালোবাসা রইলো স্যার। শুভ সকাল। :)

    1. * ধন্যবাদ সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, অনুপ্রেরণা পেলে চেষ্টা করে যেতে দোষ কী?       শুভরাত্রি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

       

  2. বিদায় চাইনা ধরার মাঝে, চতুষ্পদী প্রাণী যেমন
    আসবো যাব, খেলবো সবই; লক্ষ্যহীন এই জীবন,
    এমন জীবন চাইনা আমি, মৃত্যুর পরে শূণ্য ঝুলি পড়ে রবে
    খুঁজে পাবেনা এমন কিছু; তারা আমায় স্মরণ করতে।

    মূল্যবান উচ্চারণ!

  3. “একটি মাত্র জীবন সবার; সুযোগ পাবে একটি বারে”— একজাক্টলি এই কথাটা মাঝে মধ্যে ভাবি এবং আফসোস করি।

    1. * প্রিয় কবি দি, মহা অষ্টমীর শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * শারদ শুভেচ্ছা গ্রহণ করুন সুপ্রিয় কবি দাদা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।