পেট নীতি


ফালতু কথার ধার ধারিনা আসল কথা কই
আমি কিন্তু হেরে হাওয়া দলের পক্ষে নই।
যখন যে দল ক্ষমতাতে সে দল আমার দল
দেহ আমার আত্মা আমার নেতার বলই বল।

মিটিং বল মিছিল বল আমি সবার আগে
নগদ টাকায় ভাড়া খাটি যখন যেমন লাগে।
খাওয়ার আগে মাইরের পিছে ভাইয়ের বলই বল
নোটের গন্ধে ছুটে চলে আমার কৌতূহল।

খুন খারাবী পারি সবি এটাই আমার নেশা
নেতার কথায় মাদক বেঁচা আমার আসল পেশা।
নেতার নামে শেষ করি দিন নেতার নামে শুরু
নেতার কথায় উঠি বসি নেতাই আমার গুরু।

চাঁদাবাজি ভূমী দখল আমার প্রিয় কাজ
নিয়ম নিষ্ঠার সাথে সবই করছি আমি আজ।
জেল খানাতেও আমি কিন্তু বেজায় খাতির পাই
এমনিতে নয় পিছে ভাইয়ের মদদ আছে তাই।

ভাইয়ে করে সমাজ সেবা বিশাল সংগঠন
গণতান্ত্রিক নেতা আমার গঠনতান্ত্রিক মন।
গণতন্ত্রের ছাতার তলায় সে করে রাজনীতি
আমি নেতার ছায়ার তলে করে যাই পেট নীতি।

12 thoughts on “পেট নীতি

  1. সুবিধা ভোগীদের সেরা পুঁজিই হচ্ছে পেট নীতি। সমাজে সুনীতিবানদের আকাল পড়েছে দেশে। পেটনীতিবাদের জয় জয়কার। জয় হোক সর্ব মঙ্গলের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সবাই সব বোঝে,

    কেউ কিছু বলে না।

    সবার মনে আতংক বিরাজমান।

    ধন্যবাদ মুরুব্বী।

  3. চোখের সামনের বিষয়বস্তু নিয়ে লিখেছেন; দারুণ ছন্দে লিখেছেন।
    মুগ্ধ হয়ে পড়েছি !

  4. দেখছে সবাই চোখ মেলে,

    হাসছে কেহ প্রাণ খুলে

    একই ধরার মাঝে কেহ

    অত্যাচারে যায় জ্বলে।

    ধন্যবাদ ডেজারট ভাই।

    1. ভাল লাগার জন্য একটা ভাল মন থাকা চাই।

      আপনার মনটা অনেক ভাল।

      তাই সবকিছুর মধ্যে ভালকে খুঁজে পান।

      ধন্যবাদ। ভাল থাকুন, অনেক ভাল।

    1. কিভাবে দাদা?

      হলেও হতে পারে।

      আধুনিক জমানা!

    1. আমার ভাণ্ডারে সবই আছে ভাইজান। আস্তে আস্তে সবই পাবেন।

      অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন।

  5. আমি নেতার ছায়ার তলে করে যাই পেট নীতি।

    * উপস্থাপনা বেশ সরস হয়েছে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. তাইতো দেখছি চারিদিকে ভাই।

    ভাল থাকুন। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।